কাপ্তাই উপজেলার ২টি মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসন ভবনের হল মিলনয়তনে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রুমন দের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান কর্মকর্তা মো. ফজলে রাব্বি মজুমদার। এতে কাপ্তাই আল আমীন নূরিয়া মাদ্রাসার ৬ জন শিক্ষার্থী এবং তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসার ৬ জনসহ মোট ১২জন শিক্ষার্থীর হাতে ট্যাবলেট কম্পিউটার তুলে দেন উপজেলা অতিথিবৃন্দ। এসময় তাঁরা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কৃতী শিক্ষার্থীদের মাঝে এই ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়েছে। এই ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হয়ে আধুনিক বিশ্বের সথে তাল মিলিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
পরিসংখ্যান কর্মকর্তা মো. ফজলে রাব্বি মজুমদার বলেন, কাপ্তাই উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম ও দশম শ্রেণীর মেধা তালিকায় ১ম, ২য় এবং ৩য় শ্রেণীর মোট ৭২জন কৃতী শিক্ষার্থীদের মাঝে এই ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়েছে। কিভাবে ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করবে সেই সম্পর্কেও শিক্ষার্থীদের প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।