কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এই ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন অপরাধে ১৫ জনের বিরুদ্ধে মামলা ও আর্থিক জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান।
কাপ্তাই উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাপ্তাই সড়কের রেশম বাগান চেকপোস্ট, কেপিএম গেইট, বরইছড়ি, শিলছড়ি, কাপ্তাই নতুন বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে সড়ক পরিবহন আইনে ৩টি মামলা, দণ্ডবিধির ২৬৯ ধারায় ১০টি মামলা এবং দণ্ডবিধির ১৮৮ ধারায় ২টি মামলা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, “কাপ্তাই সড়কে অহেতুক মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করা সহ বিভিন্ন অপরাধে ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ৪ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়।”
চলমান লকডাউনের সময় অপ্রয়োজনে ঘোরাঘুরি না করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।