কাপ্তাইয়ে বিলুপ্ত প্রজাতির বানর

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে বিলুপ্ত ‘বেঙ্গল স্লো লরিস’ প্রজাতির একটি বানর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কেপিএম ড্রাইভার কলোনি এলাকার একটি গাছে বানরটি দেখতে পান স্থানীয় তরুণ সিয়াম ও রবিন। বানরটি উদ্ধারের পর কাপ্তাই থানায় যোগাযোগ করেন তারা।
পুলিশ বানরটি কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার মহসিন তালুকদারের কাছে হস্তান্তর করে। পরে বানরটি কাপ্তাই রামপাহাড়ে অবমুক্ত করা হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা রফিকুজ্জামান শাহ জানিয়েছেন, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর এটি।

পূর্ববর্তী নিবন্ধদুই মাদক ব্যবসায়ী কারাগারে
পরবর্তী নিবন্ধ৪০ কিমি সড়কে ৮০ ঝুঁকিপূর্ণ বাঁক