রাঙামাটির কাপ্তাইয়ের কেপিএম এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির বানর উদ্ধার করা হয়েছে। কাপ্তাইয়ের কেপিএম এলাকার স্থানীয় তরুণ সিয়াম ও রবিন বাসায় যাওয়ার সময় কেপিএম-এর ড্রাইভার কলোনি এলাকার রাস্তার পাশে একটি গাছের উপর বিরল প্রজাতির বানরটিকে দেখতে পায়।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে তারা বানরটিকে উদ্ধার করে কাপ্তাই থানার সাথে যোগাযোগ করলে কাপ্তাই থানা পুলিশ বানরটিকে কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার মো. মহসিন তালুকদারের কাছে হস্তান্তর করেন।
পরে কাপ্তাই বনবিভাগ বিরল প্রজাতির বানরটিকে কাপ্তাই রামপাহাড়ে অবমুক্ত করে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, “আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের একটি লজ্জাবতী বানর এটি। স্থানীয় তরুণদের সহায়তায় এটি উদ্ধার করা সক্ষম হয়েছে। পরে বানরটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের রামপাহাড়ে অবমুক্ত করা হয়।”