কাপ্তাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রীর মৃত্যু

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমি (১৩) নামের এক মাদরাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। সুমির বাবার নাম মো. শফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসা ছাত্রী সুমি গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় খেলার ছলে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারী দেওয়ালের উপর উঠে। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমী নীচে পড়ে যায়। কাপ্তই উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বলেন, মেয়েটি সম্ভবত খেলার ছলে স্কুল বাউন্ডারীর উপরে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। স্কুলের নাইট গার্ড দ্রুত তাকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ ঘটনাটি শুনেছেন বলে জানান। তিনি বলেন, ঐ ছাত্রী আহত হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে চন্দ্রঘোনা দোভাষী বাজারে আরেকটি হাসপাতালে নেওয়া হলে ঐ হাসপাতালের চিকিৎসক সুমীকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে বলেন, ঘটনা শোনার সাথে সাথে তিনি কাপ্তাই থানার অফিসার ইনচার্জকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সরেজমিন পরিদর্শন করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে বলেছেন বলে জানান। কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দীন রাত ১০টার সময় মুঠোফোনে এই প্রতিনিধিকে বলেন, তিনি ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ একজন পুলিশ পরিদর্শককে পাঠিয়েছেন। তারা এখনো থানায় ফিরে আসেনি। পুলিশ প্রতিবেদন পাবার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধচিকনদন্ডী ইউনিয়ন পরিষদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ