কাপ্তাইয়ে বিজিবির মাছের পোনা অবমুক্তকরণ

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৫:২০ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে বিজিবির উদ্যোগে ব্যাটালিয়ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী প্রধান অতিথি হিসেবে পোনা অবমুক্ত করেন। এসময় ওয়াগ্‌গাছড়া জোনের অফিসার ও সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। ‘অভয়াশ্রম গড়ে তুলিদেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাটালিয়ন পুকুরে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, মনোসেক্স তেলাপিয়াসহ বিভিন্ন দেশী বিদেশী মাছের পোনা অবমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ অস্ট্রেলিয়ায় বিপক্ষে ১১৪ রানে অলআউট বাংলাদেশ ‘এ’ দল
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে মারকাজুল উলুম মাদ্রাসায় ছবক অনুষ্ঠান