কাপ্তাইয়ে বিজিবির উদ্যোগে ব্যাটালিয়ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী প্রধান অতিথি হিসেবে পোনা অবমুক্ত করেন। এসময় ওয়াগ্গাছড়া জোনের অফিসার ও সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। ‘অভয়াশ্রম গড়ে তুলি–দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাটালিয়ন পুকুরে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, মনোসেক্স তেলাপিয়াসহ বিভিন্ন দেশী বিদেশী মাছের পোনা অবমুক্ত করা হয়।