কাপ্তাইয়ে বিজিবির উদ্যোগে গরীবদের মাঝে অনুদান প্রদান

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ২:৪৭ অপরাহ্ণ

কাপ্তাইয়ে অবস্থিত ৪১ বিজিবি (কাপ্তাই ব্যাটালিয়ন)-এর উদ্যোগে আজ রবিবার (৪ অক্টোবর) ওয়াগ্গাছড়া জোন ব্যাটালিয়ন সদর দপ্তর প্রাঙ্গণে স্থানীয় গরীব নারী-পুরুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদান করেন ওয়াগ্গাছড়া জোনের অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ পিএসসি।
এসময় জোন অধিনায়ক বলেন, “৪১ বিজিবি’র উদ্যোগে স্থানীয় গরীব জনগণের মাঝে সবসময় অনুদান ও বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গরীব নারী-পুরুষের মাঝে এ অনুদান প্রদান করা হলো।”
স্থানীয় গরীব জনগণের মাঝে অনুদান প্রদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআধিপত্য বিস্তার : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ২
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে আনসার কমান্ডার ও দলনেতাদের মাঝে সাইকেল বিতরণ