কাপ্তাই উপজেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র (বিকেএসপি) স্থাপনের দাবিতে গতকাল ৫ নভেম্বর ফ্লোটিং প্যারাডাইসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির আহবায়ক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপজেলার সকল খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড়, শিক্ষক, মানবাধিকার কর্মী, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মো. দিলদার হোসেন বলেন, সার্বিক যোগাযোগ ও অবকাঠামো গঠনের দিক দিয়ে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কাপ্তাই উপজেলায় গঠন করার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণ জমি রয়েছে যে জমিতে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে কোন পাহাড় বা গাছপালা কর্তনের প্রয়োজন হবে না। এমনকি জীব বৈচিত্রেরও কোন ক্ষতি সাধিত হবে না। তাছাড়া কাপ্তাই উপজেলায় প্রচুর সংখ্যক খেলোয়াড় রয়েছেন। রাঙ্গামাটি এবং চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে যেসব খেলাধুলা হয় তার বেশিরভাগ খেলোয়াড় থাকেন কাপ্তাই উপজেলার। কাপ্তাইয়ের প্রয়াত খেলোয়াড় মারির নামানুসারেই রাঙ্গামাটিতে গড়ে উঠেছে জেলা মারী স্টেডিয়াম। তিনি বলেন কাপ্তাইয়ে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র গঠনের দাবীতে একাধিকবার মানববন্ধন করা হয়েছে। উপজেলার প্রত্যেক স্কুল এবং কলেজের শিক্ষার্থীরাও মানববন্ধন করার জন্য প্রস্ততি নিচ্ছেন। এখানে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার দাবী জানিয়ে সর্বস্তরের জনগণের পক্ষে তিনি কাপ্তাই উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন বলেও জানান। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র থেকে একাধিক প্রতিনিধি কাপ্তাই এসে স্থান পর্যবেক্ষণ করেছেন।
তাঁরাও কাপ্তাইয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রশিক্ষশণ কেন্দ্র প্রতিষ্ঠার উপযুক্ত জমি রয়েছে বলে জানান। দিলদার হোসেন বলেন বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ৪২ একর জমির প্রয়োজন। সেই পরিমান জমি কাপ্তাই উপজেলায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে কাপ্তাইয়ে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাহবুব হাসান স্বাগত বক্তব্য রাখেন। সম্মেলনে বিএন স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক মো. আনিছুর রহমান, চম্পাকুঁড়ি খেলাঘর আসরের সহ–সভাপতি মো. জাকির হোসেন, ক্রীড়া সংগঠক আব্দুল কাদের, মোহাম্মদ ইব্রাহিম, মো. মাসুদ, মো. ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন বলেন, তিনি এ সংক্রান্ত একটি স্মারক লিপি পেয়েছেন যা তিনি যথাযথ নিয়মে জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছেন। রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ বলেন তিনি উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পাঠানো স্মারকলিপি পেয়েছেন এবং তা ক্রীড়া মন্ত্রণালয়ে সেই স্মারকলিপি পাঠিয়ে দিয়েছেন। এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার যে দাবি উত্থাপন করা হয়েছে তা সরকারের বিবেচনাধীন রয়েছে।












