কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালায় আজ বুধবার (১৩ জানুয়ারি) বন্যহাতির আক্রমণে তিনজন মারাত্মক আহত হয়েছেন।
আহতরা হলেন হ্লামেচিং মারমা(৩০), আরেমা মারমা(৫০) ও মাচিং প্রু মারমা(৫৫)। আহতদের চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আহতরা সবাই নিজস্ব জমিতে কৃষিকাজ করছিলেন। এসময় হঠাৎ একদল বন্যহাতি পাহাড় থেকে নেমে এসে তাদের ওপর আক্রমণ চালায়।”
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং বন্যহাতির আক্রমণে আহত তিনজনকে তার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান। তাদের মধ্যে মাচিং প্রু মারমার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
এদিকে আহতদের দেখতে হাসপাতালে উপস্থিত হন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। তিনি আহতদের খোঁজ খবর নেন এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ ব্যাপারে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের ডিএফও মো. আবুল কালাম বলেন, “বন্যহাতির আক্রমণে কেউ ক্ষতিগ্রস্থ হলে বা হতাহতের ঘটনা ঘটলে বন বিভাগের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।”
তিনি আহতদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করার আহ্বান জানান।