কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব–১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল সোমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত এই গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে উপজেলার চন্দ্রঘোনা, রাইখালী, চিৎমরম, কাপ্তাই এবং ওয়াগ্গা ইউনিয়নের বিভিন্ন স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিদর্শন বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কশিনার (ভূমি) মারজান হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা উদ্যানতত্ববিদ রাশিদুজ্জামান ইমরান, উপজেলা খাদ্য কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন এবং সাধারন সম্পাদক ঝুলন দত্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহবুব হাসান। উদ্বোধনী দিনে ইউনিয়ন ভিত্তিক প্রতিটি দলের খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রুমন দে সুন্দর ও সুশৃঙ্খল খেলা উপহার দেওয়ায় প্রতিটি দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করেও খেলা দেখার জন্য মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হওয়ায় তিনি দর্শকদেরও ধন্যবদ জানান।












