কাপ্তাই উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ফলিত পুষ্টি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এই ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যার সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষক সামিয়া মাহবুবা, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কাওসার আহমেদ, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যাণ বিকাশ তনচংগ্যা এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত। প্রধান অতিথি বক্তব্যে বলেন, ভালোভাবে লেখাপড়ার করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই সুস্থ থাকা একান্ত প্রয়োজন।
আর সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাবার অপরিহার্য। পুষ্টিকর খাবার বিষয়ে ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক এই ক্যাম্পেইন অবশ্যই শিক্ষার্থীদের সুস্থ থাকতে সহায়তা করবে বলেও তিনি মন্তব্য করেন। পরে শিক্ষার্থীদের হাতে পুষ্টি প্লেট এবং চারা বিতরণ করা হয়।












