কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় পৌষ মেলা। ‘পালা পার্বণে পৌষ’ শিরোনামে আয়োজিত পৌষ মেলা কেপিএম ব্রিক ফিল্ড মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় নাচ, গান, অভিনয়, আবৃত্তির সমাহার নিয়ে বিপুল সংখ্যক শিল্পী পৌষ মেলার আয়োজনে অংশ নেন। মেলাকে ঘিরে বেশ কয়েকটি স্টল বসানো হয়। মেলার কয়েকটি স্টলে দেশীয় পিঠা পুলি এবং পায়েসের সমাহার ছিল। বিপুল সংখ্যক দর্শকের পদচারণায় মেলাপ্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত থেকে মেলার সার্বিক আয়োজন উপভোগ করেন মৌটুসি খন্দকার, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কেপিএমের এমডি প্রকৌশলী স্বপন কুমার সরকার, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দীন, বরকল থানার ওসি মো. নাসির উদ্দীন, কেপিএমের জিএম (উৎপাদন) মাইদুল ইসলাম, কেপিএমের জিএম (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, কেপিএমের জিএম (হিসাব ও অর্থ) মো. জসিম উদ্দীনসহ অন্যান্য অতিথি বৃন্দ। মেলার সমাপনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান পৌষ মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং শিল্পকলা একাডেমির উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যের সমাহার নিয়ে এরকম পালা পার্বণের আয়োজন ভবিষ্যতেও করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।