কাপ্তাইয়ে নৌবাহিনীর ফ্রি চিকিৎসাসেবা

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের নির্দেশনায় সারা দেশে দরিদ্র ও অসহায় নারীপুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষুধ প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় কাপ্তাইয়ে অবস্থিত বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির উদ্যোগে গতকাল সোমবার কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের মাঠে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষুধ সরবরাহ করা হয়। বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লে. কমান্ডার নাজিয়া জেরিন জুলহাস, বিএন এবং মেডিকেল অফিসার সার্জন লে. সাদী মো. জুবায়ের, বিএন রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষুধ প্রদান করেন।

বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি সূত্র জানায়, গতকালকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে উপজেলার দূরদূরান্ত থেকে দুই শতাধিক নারীপুরুষ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। তারা বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। দরিদ্র জনগণের সেবায় নৌবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমির্জাপুর উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে আন্দোলনের বিকল্প নেই