কাপ্তাইয়ে নুরুল হুদা কাদেরী স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা সদরের বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে গতকাল ২৭ জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অডিট অফিসার তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, বিদ্যালয়ের দাতা সদস্য ও কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী এবং কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং সহকারী প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির।

পূর্ববর্তী নিবন্ধইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটের দুটি খেলা আজ শুরু
পরবর্তী নিবন্ধমাদার্শা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন