কাপ্তাইয়ে নুরুল হুদা কাদেরী স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:৪৩ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়েছে। ভারপ্রাপ্ত কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার নেলী রুদ্র শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপণ করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং বিদ্যালয়ের দাতা সদস্য ও কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার নেলী রুদ্র রোপন করা গাছের চারা গুলো যাতে নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধশিলক হামিদ শরীফ বালিকা বিদ্যালয়ে সম্মাননা প্রদান ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধসৌদিতে মাথায় কাচ পড়ে সাতকানিয়ার যুবকের মৃত্যু