কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। শিক্ষক রাজেশ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, দিপ্তীময় তালুকদার, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দীন, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন এবং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা।
প্রধান অতিথি অংসুইপ্রু চৌধুরী বিভিন্ন খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি স্কুল আঙ্গীনায় একটি আকর্ষণীয় শহীদ মিনার নির্মাণেরও ঘোষণা দেন। এছাড়াও জেলা পরিষদের মাধ্যমে স্কুলের বাউন্ডারী এবং বিজ্ঞান ভবনের ২য় তলা নির্মাণ করে দেবেন বলে আশ্বস্ত করেন। তিনি স্কুলের সার্বিক লেখাপড়া এবং খেলাধুলার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জনের উপর গুরুত্বারোপ করেন।












