কাপ্তাইয়ে নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:১৬ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ের নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে গত ৬ মার্চ পুরস্কার বিতরণ করা হয়। নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম মনছুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। শিক্ষক শামীমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপুন চন্দ্র দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী এবং রাঙ্গামাটি জেলা স্কাউটসের সহসভাপতি কাজী মোশাররফ হোসেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বিপুল বড়ুয়ার পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি রুমন দে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিদ্যালয়ের ৪টি হাউজ পরিদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেটে তৃতীয় জয় ফ্রেন্ডস ক্লাবের
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় এম. সেলিম লেলিংগা স্কুলের বার্ষিক ক্রীড়া সম্পন্ন