প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কাপ্তাই উপজেলার ৩৫ পরিবার জীবনে প্রথমবারের মত নিজের ঠিকানা খুঁজে পেয়েছেন। গত ২০ জুন জীবনে প্রথম এই ৩৫ পরিবারের সদস্যরা নিজের ঠিকানায়, নিজের ঘরে চিন্তাহীনভাবে ঘুমিয়েছেন। এর আগে তারা কেউ পরের জায়গায়, কেউ ঝুঁপড়ি ঘরে, কেউ ভাড়া বাসায়, কেউবা রাস্তার ধারে মানবেতর জীবন যাপন করছিলেন। যারা ভাড়া বাসায় বসবাস করতেন তাদের ভাড়া পরিশোধ নিয়ে সারা মাস চিন্তায় থাকতে হতো। কিন্তু সবার চিন্তাই এখন দুর হয়েছে। এখন থেকে নিশ্চিন্তভাবে নিজের ঘরে নিজের মত করে বসবাস করতে পারবেন সবাই।
গত ২০ জুন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩৫টি পরিবারের কাছে নতুন ঘরের চাবি বুঝিয়ে দেন। নতুর ঘর প্রাপ্তরা হলেন উপজেলার রাইখালী ইউনিয়নে পেয়েছেন ১১ পরিবার, চিৎমরম ইউনিয়নে পেয়েছেন ১৩ পরিবার, ওয়াগ্গা ইউনিয়নে ১০ এবং ৪নং কাপ্তাই ইউনিয়নে ১টি পরিবার নতুন ঘরের চাবি বুঝে পেয়েছেন। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য, কাপ্তাই থানার ওসি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকসহ সর্বস্তরের সাধারন জনগণ।
উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল বাংলাদেশে একটি পরিবারও গৃহহীন থাকবেনা। প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকার পুরণে অনেক দুর এগিয়ে গেছেন। আর প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পেয়ে প্রতিটি পরিবারের সদস্যদের আনন্দ যেন ধরেনা। এই আনন্দের অংশিদার হতে পেরে তিনি (ইউএনও) নিজেও আনন্দিত বলে এই প্রতিনিধিকে জানান।