কাপ্তাইয়ে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসু দাশ (৩৫) নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় কাপ্তাই রাঙ্গামাটি সড়কের দেবতাছড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দীন বলেন, বাসু দাশ মোটরসাইকেল চালিয়ে রাঙ্গামাটি থেকে বাঙ্গালহালিয়ায় তার নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক কাপ্তাই উপজেলার বরইছড়ি থেকে ঘাগড়ার দিকে যাচ্ছিল।
কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি নামক স্থানে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসু দাশসহ মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে আটকা পড়ে। স্থানীয় লোকজন বাসু দাশকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিলে উপস্থিত চিকিৎসক ডা. কামরুল হাসান তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান। খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাক জব্দ করতে পারলেও চালক এবং সহকারী পালিয়ে যায় বলে থানা সূত্রে জানা গেছে।