কাপ্তাই সড়কে শীলছড়ি নামক স্থানে একটি চাঁদের গাড়ির সাথে বিপরীত থেকে আসা একটি সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় চাঁদের গাড়ি ও অটোরিকশা উল্টে সড়কের নিচে খাদে পড়ে যায়। সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন নাম্বার বিহীন চাঁদের গাড়ির চালক মো. সোহেল মিয়া এবং অটোরিকশা চালক মফিজ উদ্দীনসহ আরও ২ জন।
দুর্ঘটনার পর পরই কাপ্তাই থানা পুলিশ দ্রুত ঘটনা স্থলে ছুটে আসে। আহতদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ে হয়। চাঁদের গাড়ি এবং অটোরিকশা থানা হেফাজতে রয়েছে বলে জানা যায়।