কাপ্তাইয়ে গৃহবধূর ওড়না পেঁচানো লাশ উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৬:৫৬ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় রুবি আকতার (২৪) নামে এক গৃহবধূর ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ৪নং কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুনবাজার এলাকার ইউসুফ মাস্টারের গলি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রুবি আকতার ওই এলাকার মো. রিমন মিয়ার (৩০) স্ত্রী।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে নিজ ঘরে ওড়না পেঁচানো অবস্থায় ওই গৃহবধূর লাশ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং যথাযথ তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ কয়েকটি দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধইরানে প্রাণঘাতী বিক্ষোভ উসকে দিতে ট্রাম্পকে দায় দিলেন খামেনি