কাপ্তাই উপজেলাধীন নতুন বাজার এলাকায় নিজ ঘরের চালে ব্যবহৃত ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূ নারীর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ জানুয়ারি) বিকেল প্রায় সাড়ে ৪টার সময় কাপ্তাই নতুন বাজারস্থ ইউছুফ মাষ্টারের গলির নিজ ঘরের চালে ওড়না পেচিয়ে রুবি আক্তার (২৪), স্বামী- রিমন নামের ওই নারী ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তিনি এক সন্তানের জননী।
কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে বলে স্থানীয়দের ধারনা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে আত্মহত্যার কারণ জানা যাবে।












