কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৯:৫৮ অপরাহ্ণ

কাপ্তাই উপজেলাধীন নতুন বাজার এলাকায় নিজ ঘরের চালে ব্যবহৃত ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূ নারীর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ জানুয়ারি) বিকেল প্রায় সাড়ে ৪টার সময় কাপ্তাই নতুন বাজারস্থ ইউছুফ মাষ্টারের গলির নিজ ঘরের চালে ওড়না পেচিয়ে রুবি আক্তার (২৪), স্বামী- রিমন নামের ওই নারী ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তিনি এক সন্তানের জননী।

কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে বলে স্থানীয়দের ধারনা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে আত্মহত্যার কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ-অবস্থান নিষিদ্ধ করলেন সিএমপি কমিশনার
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির ওপর আছড়ে পড়লো কাঠবোঝাই জীপ, আহত ৬