কাপ্তাই উপজেলায় গতকাল সোমবার দিবাগত রাত ৩টার সময় কুকুরের কামড়ে একটি হরিণের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কাপ্তাইয়ে কেপিএম চিপার এলাকায়।
কেপিএম চিপারের কর্মকর্তা মো. সালেহীন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সোমবার রাতে পাহাড়ি এলাকা থেকে চিপার এলাকায় একটি হরিণ নেমে আসে। এখানে প্রায়ই রাতে হরিণ নামে কিন্তু কোনো মানুষ হরিণের ক্ষতি করে না। তবে প্রায় রাতে কয়েকটি কুকুর হরিণকে ধাওয়া করে। সোমবার রাতেও বন থেকে কাপ্তাই চিপারে হরিণ নেমে আসে। অন্যান্য দিন ৪/৫টি হরিণ একসাথে নেমে আসলেও সোমবার একটি মাত্র হরিণ কাপ্তাই চিপারে আসে। একা পেয়ে কুকুরের দল হরিণটিকে চারদিক থেকে ঘিরে ধরে এবং কামড়ে মেরে ফেলে।”
হরিণটির বয়স আনুমানিক ২ বছর এবং ওজন ১৩ কেজি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত হরিণটি বন বিভাগের নিরাপত্তা প্রহরীরা নিয়ে যায় বলে জানা গেছে।