কাপ্তাই উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সুইসাই মং মারমা (৩৫)। তিনি উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের মতিপাড়ার তালতলী এলাকার স্থানীয় মংচো মারমার ছেলে। চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে শুক্রবার বিকাল প্রায় ৪টার সময় চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের হাতিমারা নামক স্থানে ওই দুর্ঘনা ঘটে। নিহত সুইসাই মং মারমা মোটরসাইকেল নিয়ে বাঙ্গালহালিয়ার দিকে যাচ্ছিলেন।