কাপ্তাই উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মাঠে গত ২৭ অক্টোবর রূপসী কাপ্তাই আয়োজিত স্কুলভিত্তিক কাবাডি খেলার আয়োজন করা হয়। এতে অংশ নেয় লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয় এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয় বিজয়ী হবার গৌরব অর্জন করে। খেলায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী। তিনি খেলার উদ্বোধন করেন এবং উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মো. হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত এবং ১০০নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার। ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যার সভাপতিত্বে এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রধান শিক্ষক মাহবুব হাসান, প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, প্রধান শিক্ষক হ্রাংহ্লামং মারমা, সহকারি প্রধান শিক্ষক মুন্নী বড়ুয়া এবং সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কুমার চৌধুরী। খেলা পরিচালনা করেন ক্রীড়া সংগঠক মাহবুব হাসান। তাকে সহযোগিতা করেন কাপ্তাই আল আমীন নূরিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো. আব্দুল কাদের, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যাণ বিকাশ তনচংগ্যা এবং রাঙ্গামাটি জেলা কাবাডি দলের অধিনায়ক থুইচিং প্রু মারমা। খেলা শেষে প্রধান অতিথি লেঃ কর্নেল কাওসার মেহেদী ৪১ বিজিবির পক্ষ থেকে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যার হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন। হা–ডু–ডু খেলায় বিজয়ী লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা হলেন খ্যাইমংসিং মারমা, সুইখ্যাইং মারমা, মানিক চান তনচংগ্যা, লাং পুং ম্রো, উশিং মং মারমা, শান্তবিকাশ তনচংগ্যা, হ্লাখ্যাইং উ মারমা, অংচিনু মারমা, রিং য়ং ম্রো, মংসিংহ্লা মারমা, সুইপাইচিং মারমা এবং উনুমং মারমা। ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের খেলায়াড়রা হলেন শুভাশীষ তনচংগ্যা, তিপন তনচংগ্যা, রাসেল তনচংগ্যা, সজীব তনচংগ্যা, জয়সেন তনচংগ্যা, চাইথুইসিং মারমা, সুবাস তনচংগ্যা,সুজয় তনচংগ্যা, সায়ন তনচংগ্যা, জনি তনচংগ্যা এবং সুমেধ তনচংগ্যা।












