কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজে গত ১৪ জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কলেজের শরীর চর্চা শিক্ষক মোহাম্মদ মাসুদুল হক খান, প্রভাষক মিরাজুল ইসলাম, প্রভাষক পলাশ কান্তি মুৎসুদ্দী, প্রভাষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রভাষক শ্যামলী দাশ, প্রভাষক মোহাম্মদ কাইছারুল ইসলাম এবং কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মোশাররফ হোসেন প্রমুখ। কলেজের শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ মাসুদুল হক খান জানান এবারের ক্রীড়া প্রতিযোগিতায় ১৭টি ইভেন্ট রয়েছে। কলেজের শিক্ষার্থীরা এইসব ইভেন্টে অংশ নেয়।












