কাপ্তাই উপজেলায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল ১০টার সময়। জানা গেছে, কাপ্তাই প্রজেক্টে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক নিয়াজ মোর্শেদ (৩৬) পারিবারিক কলহে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। খবর পাবার সাথে সাথে তাৎক্ষনিক নিয়াজ মোর্শেদকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিয়াজ মোর্শেদ ২ পুত্র সন্তানের জনক ছিলেন। মঙ্গলবার রাতের শিফটে তিনি ডিউটি করেছিলেন। গতকাল সকালে খাবার জন্য নাস্তাও এনেছিলেন। তবে পারিবারিকভাবে কি ঘটনার প্রেক্ষিতে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা তাৎক্ষনিক জানা যায়নি। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের এ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ ময়না তদন্তের জন্য রাঙামাটি মর্গে পাঠানো হয়েছে বলে বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে।











