কাপ্তাইয়ে একমাসে দেড় কোটি টাকার অবৈধ কাঠ উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২০ at ১১:৫২ পূর্বাহ্ণ

গত অক্টোবর মাসে কাপ্তাইয়ে অবস্থিত ৪১ বিজিবি পৃথক কয়েকটি অভিযান পরিচালনা করে ৩ হাজার ৩শ ঘনফুট সেগুন ও গামারী কাঠ উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা হবে বলে জানা গেছে। এসব কাঠ সংঘবদ্ধ চোরের দল সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কেটে পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে স্থানীয় জনগণের মাধ্যমে গোপনে কাঠ চুরির বিষয়টি বিজিবি সদস্যরা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে কাঠ গুলো উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, গত ২ অক্টোবর ১ম দফায় উপজেলার রাইখালী ইউনিয়নের ডংনালা থেকে ৫শ ঘনফুট মূল্যবান সেগুন ও গামারী কাঠ উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত কাঠের মূল্য ৩০ লাখ টাকা। ২য় দফায় গত ১০ অক্টোবর কোদালা এলাকা থেকে ৬শ ঘনফুট সেগুন ও গামারী কাঠ উদ্ধার করা হয়। যার মূল্য ৩০ লাখ টাকা। তৃতীয় দফায় গত ১৫ অক্টোবর রাইখালী ইউনিয়নের ভাল্লুকিয়া এলাকা থেকে ২শ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১০ লাখ টাকা। উপজেলার চন্দ্রঘোনাস্থ মিতিঙ্গাছড়ি এলাকা থেকে গত ১৮ অক্টোবর ৪শ ঘনফুট সেগুন ও গামারী গাঠ উদ্ধার করে ৪১ বিজিবি। যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। সর্বশেষ গত ২৫ অক্টোবর কাপ্তাই ব্যাটালিয়নের ঢংছড়ি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার মতিপাড়া থেকে ১২শ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা হবে বলে জানা গেছে। বিজিবি সৈনিকদের সাথে নিয়ে কাঠ উদ্ধার অভিযানে নেতৃত্বদেন কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম
পরবর্তী নিবন্ধসম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভা