কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় গতকাল বুধবার আইন শৃঙ্খলা কমিটির এক সভা উপজেলা মিলনায়তন ‘কিন্নরি’তে অনুষ্ঠিত হয়। এবারের আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক পাচার ও মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আগামী ৫ আগস্ট এবং এর আগে পরে উপজেলায় যাতে সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে এবং কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘাটে সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নেলী রুদ্রের সভাপতিত্বে সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন থানার ওসি মো. মাসুদ, চন্দ্রঘোনা থানার ওসি মো. শাহজাহান কামাল,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারন সম্পাদক ইয়াছিন মামুন এবং উপজেলা জামায়াতের আমীর মো. হারুন অর রশিদ। শেষে উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিনের সুস্থতা কামনা করে দোয়া ও বিশেষ মুনাতাজ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধআনোয়ারা উপকূলে ভেসে এল অজ্ঞাত যুবকের লাশ