কাপ্তাই উপজেলায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী অস্ত্রসহ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করেছে। আটক ব্যক্তির নাম চিংসা থোয়াই মারমা (৪৫)। ঘটনাটি ঘটেছে কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের জনগাছড়ি এলাকায়।
চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) মো. সাইফুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক চিংসা থোয়াই মারমা মইদং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে গোপন সূত্রে এমন খবর পেয়ে যৌথবাহিনী সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় জগনাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে চিংসা থোয়াই মারমাকে আটক করে। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক চিংসা থোয়াই মারমাকে গতকাল মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস জানান, চিংসা থোয়াই মইদং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তাকে অস্ত্রসহ আটক করার বিষয়টি তিনি শুনেছেন বলে জানান। ঘটনাটি তিনি রাঙামাটি জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছেন।