কাপ্তাইয়ে অসুস্থ শিল্পীর চিকিৎসার্থে চ্যারিটি শো ১৫ অক্টোবর

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারন সম্পাদক শিক্ষক ফনিন্দ্র লাল ত্রিপুরার চিকিৎসার্থে উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে আগামী ১৫ অক্টোবর ‘চ্যারিটি শো’র আয়োজন করা হয়েছে। এই চ্যারিটি শো অনুষ্ঠানে কলকাতার জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোতে অংশ নেওয়া সারেগামাপা’র শিল্পী শুভ দাশসহ টেলিভিশন ও বেতারের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এ উপলক্ষে উপজেলার ফ্লোটিং প্যারাডাইজে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মো. রুহুল আমিন এই চ্যারিটি শো আয়োজনের ঘোষণা দেন এবং পোস্টার উন্মোচন করেন। একাডেমীর সাধারন সম্পাদক ঝুলন দত্ত এবং চ্যারিটি শো উদযাপন কমিটির আহবায়ক আনিছুল রহমান জানান শিল্পীর সাহাযার্থে প্রতিটি টিকেটের মূল্য ৩শ টাকা নির্ধারণ করা হয়েছে। বিপুল সংখ্যক দর্শক চ্যারিটি শো উপভোগ করবেন বলেও তাঁরা আশা প্রকাশ করেন। প্রসঙ্গত ফনিন্দ্র লাল ত্রিপুরা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকাতালগঞ্জ নব পণ্ডিতবিহারে কঠিন চীবর দানোৎসব
পরবর্তী নিবন্ধবায়তুশ শরফ জব্বারিয়া এতিমখানায় লায়ন্স ক্লাব প্লাটিনামের খাদ্য বিতরণ