কাপ্তাই উপজেলা সদর বরইছড়িতে কাপ্তাই চট্টগ্রাম সড়কের পাশে গত ৯ অক্টোবর দিবাগত রাতে কয়েকটি দোকান ঘরে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। কেউ কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। দোকানের ভেতর ঘুমিয়ে ছিলেন যারা তারা আগুন লেগেছে বুঝতে পেরে কোনমতে জীবন হাতে নিয়ে দ্রুত বের হতে পারলেও কোন সম্পদ রক্ষা করতে পারেননি। মুহুর্তে আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার সম্পদ ক্ষতি হয় বলে জানা গেছে। আগুনে একটি ফার্নিসারের দোকান, কম্পিউটারের দোকান, মোটর সাইকেলের গ্যারেজ, কাপড়ের দোকানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদীন জানান বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে তাঁর ধারণা। তবে কোন দোকান থেকে আগুন লেগেছে তা তিনি তাৎক্ষনিক জানাতে পারেননি। সংবাদ পেয়ে দমকল বাহিনী এবং কাপ্তাই থানা পুলিশ দ্রুত ঘটনা স্থুলে ছুটে এসে স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তা না হলে পাশে থাকা আরো বেশ কয়েকটি দোকান এবং অন্যান্য স্থাপনাও আগুনে পুড়ে যাবার আশংকা ছিল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন এবং কাপ্তাই থানার ওসি মো. মাসুদ। উপজেলা নির্বাহী অফিসার জানান আগুনে ক্ষতিগ্রস্তরা আবেদন করলে তাদের সরকারিভাবে সহযোগিতা প্রদান করা হবে।