কাপ্তাইয়ে ২৫ মৎস্যজীবী পেলেন ১০০ ছাগল

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ২৬ মে, ২০২৫ at ৮:২৫ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় গতকাল রোববার ২৫ জন মৎস্যজীবীর মধ্যে প্রত্যেককে ৪টি করে মোট ১০০টি ছাগল বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিকল্প আয়বর্ধক উপকরণ হিসেবে এ ছাগলগুলো বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মৎস্যজীবীদের হাতে আনুষ্ঠানিকভাবে ছাগলগুলো তুলে দেন রাঙামাটি জেলা মৎস্য অফিসার অধীর চন্দ্র দাস এবং কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। যেসব মৎস্যজীবী বিকল্প আয়বর্ধক উপকরণ হিসেবে ছাগল পেয়েছেন তারা এই ছাগল লালন পালন করে পরিবারে স্বচ্ছলতা আনতে পারবেন বলে আশাবাদ প্রকাশ করেন। কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ জানান, এই ছাগলগুলো যাতেহ কেউ বিক্রি না করে এবং যত্ন সহকারে লালন পালন করে সে জন্য যথাযথ তদারকি করা হবে। ছাগল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি রহমত উল্ল্যাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা জামায়াতের আমীর হারুন উর রশীদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী, কাপ্তাই মৎস্য সমপ্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত।

পূর্ববর্তী নিবন্ধচুনতিতে অভিযানে বাগান উচ্ছেদ দেড় একর বনভূমি উদ্ধার
পরবর্তী নিবন্ধরামুতে ডাকাতের আস্তানায় অভিযান, অস্ত্র-মাদক ও জাল নোট উদ্ধার