কাপ্তাইয়ে ১০ পরিবারকে হাঁসের খামার করতে সহায়তা দিল ৪১ বিজিবি

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ১০:০৭ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় অবস্থিত ৪১ বিজিবি কর্তৃক স্থানীয় ১০ পরিবারকে হাঁসের খামার করতে সহযোগিতা প্রদান করা হয়েছে। গতকাল (২০ মার্চ) কাপ্তাইয়ে অবস্থিত বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী দরিদ্র পরিবারের মাঝে হাঁসের খামার করার জন্য প্রয়োজনীয় হাঁস এবং অন্যান্য সামগ্রী তুলে দেন। এই হাঁস লালন পালন করে দরিদ্র পরিবারগুলো স্বাবলম্বী হতে পারবেন বলে বিজিবি অধিনায়ক প্রত্যাশা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়াগ্‌গাছড়া জোনের ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মেজর এস এম আশিকুজ্জামান এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার। ৪১ বিজিবির অধিনায়ক কর্নেল কাওসার মেহেদী বলেন, স্থানীয় দরিদ্র জনগণের কল্যাণে বিজিবি সব সময় সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও সহযোগিতার এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা আবুল হাশেম (রহ.) ছিলেন সুন্নীয়তের অন্যতম পথিকৃৎ
পরবর্তী নিবন্ধকোতোয়ালীতে সরঞ্জাম ও টাকাসহ ২০ জুয়াড়ি গ্রেপ্তার