কাপ্তাইয়ে হেডম্যান ও কারবারীদের সাথে বিজিবি অধিনায়কের মতবিনিময়

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:১৭ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে অবস্থিত ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদীর সাথে স্থানীয় হেডম্যান ও কারবারীদের গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৪ ফেব্রুয়ারি) কাপ্তাই ব্যাটালিয়ন সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ওয়াগ্‌গাছড়া জোনের উপঅধিনায়ক মেজর লতিফুল বারী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিমং, ডলুছড়ি মৌজার হেডম্যান উথোয়াই চৌধুরী, ওয়াগ্‌গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ওয়াগগা মৌজার কারবারী নিহার রঞ্জন তনচংগ্যা এবং ডলুছড়ি মৌজার কারবারী অংসুই মারমা। হেডম্যান ও কারবারীরা স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধান প্রত্যাশা করেন এবং এলাকায় বিজিবি টহল জোরদার করার অনুরোধ জানান। ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী হেডম্যান ও কারবারী কর্তৃক উত্থাপিত বিভিন্ন সমস্যা দ্রুততার সাথে সমাধানের আশ্বাস দেন। এবং বিভিন্ন স্থানে বিজিবি হটল বৃদ্ধি করা হবে বলে জানান। এলাকায় কোন ধরনের চাঁদাবাজী, অস্র ও মাদক পাচারেরমত অপরাধ যাতে কেউ করতে না পারে সেজন্য তিনি হেডম্যান ও কারবারীদের সহযোগিতা প্রত্যাশা করেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অনুমোদনহীন চট্টলা ড্রিংকিং ওয়াটারকে জরিমানা
পরবর্তী নিবন্ধবাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে প্রযুক্তি সহায়তা দেবে চীনের জ্যাক টেকনোলজি