কাপ্তাইয়ে স্মার্ট কার্ড বিতরণ ১ সেপ্টেম্বর থেকে

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:৩৭ পূর্বাহ্ণ

আগামী ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। এ উপলক্ষে গতকাল বুধবার উপজেলা কিন্নরী মিলনায়তনে এক অবহিত করণ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত অবহিত করন সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার। সভায় কাপ্তাই উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং সংরক্ষিত আসনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ওয়াগ্‌গা ইউপি সদস্য সরোয়ার হোসেন, রাঙ্গামাটি জেলা স্কাউটসের সহসভাপতি কাজী মোশাররফ হোসেন, রাইখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সেলিম প্রমুখ ।

সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, ৫ ইউনিয়নের কোথায় কখন এবং কত দিন স্মার্ট কার্ড বিতরণ করা হবে তা ইতোমধ্যে সকল ইউপি চেয়ারম্যানকে জানিয়ে দেওয়া হয়েছে। ২০০৭ সাল থেকে ২০১৬ সালের ভোটার বৃন্দ এই স্মার্ট কার্ড পাবেন।

পূর্ববর্তী নিবন্ধবন্যার্তদের পাশে বিভিন্ন সংগঠন
পরবর্তী নিবন্ধঅধ্যাপক বিকিরণ বড়ুয়ার পিএইচডি ডিগ্রি অর্জন