কাপ্তাই নোয়াপাড়া কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় তৌহিদুল ইসলাম ইফতি (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত ইফতি নোয়াপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত আইয়ুব আলীর ছেলে।
জানা যায়, ইফতি তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে চায়ের কাপ আনতে যাচ্ছিলেন মুনাঘাটে। নোয়াপাড়ার একটি কমিউনিটি সেন্টারে সেই বিয়ে অনুষ্ঠান চলছিল। বাইক নিয়ে যাওয়ার পথে সড়কে একটি পিকআপ ভ্যান, সিএনজি অটোরিকশা ও তার বাইকের ত্রিমুখি সংঘর্ষ হয় বলে স্থানীয়রা জানায়। আহত অবস্থায় ইফতিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।