কাপ্তাইস্থ কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। উত্তম কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়া এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন। দিনব্যাপী আয়োজিত খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনে শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে সার্বিকভাবে সহযোগিতা করেন মোহাম্মদ আমির হোসাইন, আবদুল মতিন, ফেরদৌসী বেগম, ফাতেমা জোহরা, আমেনা বেগম, বাসুদেব দাশ, মো. ইব্রাহিম, আহসান হাবীব, কাওছার মিয়া, উমাসিং মারমা এবং কাউসার হোসেন।