কাপ্তাইয়ে শহিদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৯:১২ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত কর্ণফুলী ডিগ্রী কলেজ মাঠে সৈয়দ শামসুদ্দীন আহমেদ তিবরিজী স্মৃতি ক্লাব আয়োজিত শহিদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট গতকাল ২৪ জানুয়ারি উৎসব ও আনন্দ মুখর পরিবেশে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার স্বরুপ মুহুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেনের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ, সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, কাপ্তাই উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ আইয়ুব খান, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল্লাহ আল মামুন (অপু)। উদ্বোধনী খেলায় শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট একাদশ রাঙ্গুনীয়াস্থ জিআরপি একাদশের মোকাবেলা করে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট একাদশ ৫ উইকেটে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন শিকদার মনা এবং মোঃ রাজু। এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয় বলে আয়োজক সুত্রে জানা গেছে। আজ ২৫ জানুয়ারি সকালে সরফভাটা ক্রিকেট একাদশ বনাম বাঙ্গালহালিয়া ক্রিকেট একাদশ এবং বিকালে মর্নিং ক্রিকেট একাদশ বনাম রাউজান ওয়ারিয়ার্সের মোকাবেলা করবে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় এবিটস ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সিটিজেন পার্ক ফুটবল একাডেমি
পরবর্তী নিবন্ধফটিকছড়ি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ