কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৪ দোকানিকে দণ্ড

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৩:৪২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে চার দোকানকে জরিমানা দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা দায়ের এবং সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার রাইখালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা দণ্ড দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাজার মিনিটরিংকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদোত্তীর্ণ কমল পানীয় ও বিস্কুট রাখার দায়ে ৪ দোকানিকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় কাপ্তাই নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস এবং থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
পরবর্তী নিবন্ধউখিয়ায় গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আ’ত্মহ’ত্যা