কাপ্তাইয়ে মন্দির পরিদর্শনের পাশাপাশি আর্থিক সহায়তা দিচ্ছে সেনাবাহিনী

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ১১ অক্টোবর, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে অবস্থিত বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন ৫৬ ইস্ট বেঙ্গল কাপ্তাই জোনের অধিনায়ক লে. কর্ণেল নুর উল্লাহ জুয়েল পিএসসি এবং উপঅধিনায়ক মেজর ফয়েজ আহমদ। মন্দির পরিদর্শনের পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে মন্দির পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদানও প্রদান করা হয়। কাপ্তাই জোন কমান্ডার লে. কর্ণেল নুর উল্লাহ জুয়েল বলেন, অন্যান্যবারের তুলনায় শারদীয় দুগাপূজা এবার যাতে আরো আনন্দ মুখর হয় সে জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার বাহিনীসহ সিভিল প্রশাসন যার যার অবস্থান থেকে ভূমিকা রাখছেন। বিজয় দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উৎসব সমাপ্ত না হওয়া পর্যন্ত শান্তি শৃঙ্খলার স্বার্থে প্রতিটি মন্দিরে সেনাবাহিনীর টহল থাকবে বলেও তিনি জানান। কাপ্তাই জোনের উপঅধিনায়ক মেজর ফয়েজ আহমদ বলেন, আমরা প্রতিটি পুজা মণ্ডপ পরিদর্শন করছি। এখন পর্যন্ত প্রতিটি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ সব সময় বিভাজনের রাজনীতি করেছে
পরবর্তী নিবন্ধদুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মাঝে বিএনপির উপহার প্রদান