কাপ্তাই উপজেলার চিৎমরমে অবস্থিত মা সীতা দেবী মন্দিরে বন্য হাতির দল আক্রমণ চালিয়েছে। বিশালাকার ৩টি বন্য হাতি রাতভর মা সীতা দেবী মন্দিরসহ আশপাশের বসতঘর এবং কৃষি জমিতে তান্ডব চালায় বলে জানা গেছে। গত ১৫ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ৩টার সময় বন্য হাতির দল হঠাৎ মা সীতা দেবী মন্দির এবং মন্দির সংলগ্ন ঘরবাড়ি ও কৃষি জমিতে হামলা চালায়। বন্য হাতির তান্ডবে মন্দিরের রান্নাঘর এবং কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় টিটু মারমা বলেন, বন্য হাতির দল মন্দিরে হামলা ছাড়াও এনামুল হক এবং মো. জামালের কৃষি জমিতেও তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষতি করে। হাতির তান্ডবের সত্যতা নিশ্চিত করে স্থানীয় বনবিভাগের রেঞ্জার এএসএম মহিউদ্দিন চৌধুরী বলেন, হাতি মূলত খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে আসছে। আর যেসব স্থানে বন্য হাতি তান্ডব চালিয়ে যায় এগুলো সবই হাতির বিচরণ ক্ষেত্র ছিল। এখন মানুষ হাতির বিচরণ ক্ষেত্রে ঘরবাড়ি, উপাসনালয় এবং চাষাবাদ করে হাতির বিচরণ ক্ষেত্র সঙ্কুচিত করে দিয়েছে। তিনি বলেন, যেসব জায়গাকে এখন আমরা লোকালয় বলছি সেগুলো আদতে হাতির বিচরণ ক্ষেত্র ছিল। হাতির সাথে দ্বন্দ্ব না করে তিনি সর্বস্তরের জনগণকে সাবধানতার সাথে বসবাসের পরামর্শ দেন।