কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ২ ফার্মেসির দণ্ড

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ৩০ জুন, ২০২৪ at ৫:১০ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ অভিযান পরিচালনা করেন। অভিযান সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশে দোকানে রাখা, ডায়াবেটিস নির্ণয় মেশিনে সুচ লাগিয়ে রাখা এবং প্রতিষ্ঠানের লাইসেন্স দৃশ্যমান না রাখার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় সুমন মেডিকেল হলকে ৬ হাজার এবং ৩৭ ধারায় কর্ণফুলী মেডিকেল হলকে ৪ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কাপ্তাই উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. ইলিয়াস ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটির সহকারী পরিচালক রানা দেবনাথ জানান, আমাদের নিয়মিত এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধশ্রম আদায়ের পর যথারীতি তার পাওনা পরিশোধ করা অনস্বীকার্য
পরবর্তী নিবন্ধবেকারত্ব দূর করতে বিশ্ববিদ্যালয়গুলোকে বাস্তবমুখী শিক্ষা দিতে হবে