কাপ্তাইয়ে ব্যাডমিন্টন কোর্ট ও খেলা উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৭:২০ পূর্বাহ্ণ

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের উদ্যোগে এফটিডিসি হোস্টেল গ্রাউন্ডে দৃষ্টিনন্দন ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করা হয়েছে। ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধনের পাশাপাশি ব্যাডমিন্টন খেলাও উদ্বোধন করা হয়। বিএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার শাহবুব শাহজালাল ফিতা কেটে ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের ডিএফও মো. সাজ্জাদুজ্জামান, কাপ্তাই ১০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. কামরুজ্জামান, কাপ্তাই হাইস্কুলের প্রধান শিক্ষক মাহবুব হাসান, কাপ্তাই মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক কাজী মোশাররফ হোসেন এবং কাপ্তাই আল আমীন নূরিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদের। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএফও মো. সাজ্জাদুজ্জামান বলেন, শীতকালে ব্যাডমিন্টন একটি জনপ্রিয় খেলা। ফরেস্টে প্রশিক্ষণ নিতে আসা ছাত্র এবং বন বিভাগ ও স্থানীয় ক্রীড়ামোদীদের ব্যাডমিন্টন খেলার সুবিধার্থে এই ব্যাডমিন্টন কোর্ট নির্মাণ করা হয়েছে। পরে আকর্ষনীয় ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাডমিন্টন দলের কোচ হলেন চট্টগ্রামের ছেলে জাবেদ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফলমন্ডি প্রিমিয়ার লিগে বরিশাল কিংস চ্যাম্পিয়ন