কাপ্তাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার , ১৫ অক্টোবর, ২০২৪ at ১০:০১ অপরাহ্ণ

পার্বত্য জেলার রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে খান মাজারের পানির পাম্পের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মেকানিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে মিশন হাসপাতালের পার্শ্ববর্তী অবস্থিত মাজারে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম শৈফু খিয়াং (৬০) চন্দ্রঘোনা মিশন হাসপাতাল এলাকার খুই খিয়াংয়ের ছেলে এবং চন্দ্রঘোনা মিশন এলাকার বাসিন্দা।

১ নম্বর চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পাশে একটি মাজারের পানির পাম্পের কাজ করার সময় ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে আহত ব্যক্তিকে মিশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুদ (ওসি) জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বাজার মনিটরিং, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধলামায় মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা