কাপ্তাই ব্যাটালিয়ন কর্তৃক গতকাল বুধবার নবীন সৈনিকদের বক্সিং প্রতিযোগিতা ওয়াগ্গাছড়া জোন খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিজিবি রাঙ্গামাটি সেক্টরের ৪টি ব্যাটালিয়ন অংশ নেয়। এদের মধ্যে ৫৮৬ পয়েন্ট পেয়ে ৪১ বিজিবি চ্যাম্পিয়ন হয়। ৫৫৮ পয়েন্ট পেয়ে ২য় হয় ৪৫ বিজিবি। ৫৬৮ পয়েন্ট পেয়ে ১২ বিজিবি ৩য় এবং ৪৫৩ পয়েন্ট পেয়ে ৩৭ বিজিবি ৪র্থ স্থান দখল করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আনোয়ার লতিফ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা এবং ৪৫ বিজবির অধিনায়ক লেঃ কর্ণেল শামশুল কবির। খেলা পরিচালনা করেন ৫৬ই বেঙ্গলের ল্যান্স কর্পোরাল মো. সাকিল মাহমুদ। পরে বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি কর্ণেল মো. আনোয়ার লতিফ খান।