কাপ্তাইয়ে বাজার তদারকিতে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ১১:২৬ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সাপ্তাহিক বাজারে তদারকিতে নেমেছে কাপ্তাই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।

বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯ টা হতে সাড়ে ১০টা পর্যন্ত তারা এই বাজার তদারকি করেন।

এ সময় কাপ্তাই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আলা়ভী রহমান, মো: তানবীর হোসেন সানি ও নাসিমুল হাসনাত আকিবের নেতৃত্বে ছাত্ররা ব্যবসায়ীদেরকে দোকানে মূল্য তালিকা প্রর্দশন ছাড়া পণ্য বিক্রি না করা, অধিক মুনাফা না করা, বাসি পচা পণ্য বিক্রি না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করতে অনুরোধ করেন।

তাদের অনুরোধে ব্যবসায়ীরা সাড়া দিয়ে বলেন, আমরা নায্যমূল্যের চেয়ে বেশী দাম নিব না এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করবো না। কাপ্তাই উপজেলা বাজার অনুসন্ধানকারী অভিজিত বড়ুয়া এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে ছাত্র সমাজের এই কর্মকান্ডকে সাধারণ ক্রেতারা স্বাগত জানান।

পূর্ববর্তী নিবন্ধছাত্রজনতার গণঅভ্যুত্থান ব্যর্থ করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ইয়াবাসহ যুবককে ধরে পুলিশে দিল শিক্ষার্থীরা