কাপ্তাই নতুন বাজারে গতকাল (২৬ মে) রাঙ্গামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক রানা দেব নাথ। তিনি কাপ্তাই নতুন বাজারে অভিযান পরিচালনা করার কথা স্বীকার করে বলেন, মেয়াদবিহীন ঔষুধ রাখায় এবং সেম্পল ঔষুধ বিক্রি করায় মদিনা ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও দোকানে মূল্য তালিকা না থাকা এবং মেয়াদবিহীন পণ্য দোকানে রাখার অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠান লোকনাথ ভান্ডারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াছ এবং কাপ্তাই থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক রানা দেব নাথ বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে রাঙ্গামাটি জেলার বিভিন্ন বাজারে এরকম অভিযান আরো পরিচালিত হবে।