কাপ্তাই উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ১২ জন শিক্ষক চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। একই সাথে উপজেলা শিক্ষা অফিসারও অবসর গ্রহণ করেন। অবসর নেওয়া শিক্ষকরা হলেন ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম, বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আখতার, রাইখালী প্রাথমিক বিদ্যালয়েরু প্রধান শিক্ষক সবিতা বিশ্বাস, পাগলী পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্র বিকাশ তনচংগ্যা, নারানগির প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মল্লিক, তিনছড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিছ সুলতানা, চিৎমরম ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুর জাহান বেগম, ডংনালা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সানুমা মারমা, নারাছড়া প্রথমিক বিদ্যালয়েরু সহকারি শিক্ষক আতিয়া খাতুন, পূর্বকোদালা প্রা. বি. সহকারি শিক্ষক ম্রাশুইউ মারমা, পাগলীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফুলরানী তনচংগ্যা এবং সাপছড়ি স. প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক উজ্জ্বলা তনচংগ্যা। এছাড়া অবসর গ্রহণ করেন কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আখতার।
কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার কর্তৃক বিদায়ী শিক্ষকদের সম্মানে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ইকরাম উল্লাহ খন্দকার। কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্সট্রাক্টর ইউ আর সি জিন্নাতুন নাহার এবং কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার।
তম্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈসাইনু মারমা এবং বারঘোনিয়া মুখ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাইখালী জুমিয়া পুনর্বাসন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি দে, রূপসী কাপ্তাই পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেনসহ অন্যান্য শিক্ষক মন্ডলী।
প্রধান অতিথি মোহাম্মদ ইকরাম উল্লাহ খন্দকার বিদায়ী শিক্ষকদের দীর্ঘ শিক্ষা জীবনের প্রশংসা করেন। বিদায়ী শিক্ষকদের অবদানের কথা স্মরন করে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করায় তিনি কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারকে ধন্যবাদ জানান। বিদায়ী শিক্ষকদের অবসর সংক্রান্ত সুবিধাদি পাওয়াসহ যে কোন প্রয়োজনে তিনি আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি বিদায়ী শিক্ষকদের হাতে ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দেন।