প্রতি বছরের বর্ষায় কাপ্তাই উপজেলার মধ্য ভাগ দিয়ে প্রবাহিত হওয়া কর্ণফুলী নদীর তীব্র স্রোতে ব্যাপক হারে নদী ভাঙ্গনের ঘটনা ঘটছে। এই নদী ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। কোথাও ব্লক ফেলে, কোথাও প্রতিবন্ধক তৈরি করে নদী ভাঙ্গন প্রতিরোধে প্রচেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এই নদী ভাঙ্গন প্রতিরোধ কার্যক্রম কেমন চলছে তা সরেজমিন পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম। গতকাল সোমবার তিনি কাপ্তাই উপজেলার কর্ণফুলী স্টেডিয়াম, শীলছড়ি রামপাহাড় বিট এলাকা, আনসার ক্যাম্প, চিৎমরম হেডম্যান পাড়া, চিৎমরম হাইস্কুলসহ বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন প্রতিরোধ কার্যক্রম পরিদর্শন করেন। নদী ভাঙ্গন প্রতিরোধে ব্লক তৈরি, পূর্বে নদীর তীরে ফেলানো ব্লকের স্থায়ীত্ব, ভাঙ্গন প্রতিরোধে ব্লক ফেলার নিয়মাবলীসহ তৈরি কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন তিনি। সার্বিক কাজের গতি পরিদর্শন করে অতিরিক্ত সচিব সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রাণালয়ের উপ–সচিব এস এম সরোয়ার কামাল, উপ–সচিব যতন মারমা, রাঙ্গামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, পানি উন্নয়ন বোর্ডের উপ–বিভাগীয় প্রকৌশলী প্রকাশন চাকমা, মোঃ সামশুল আরেফিন, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের মেম্বার সরোয়ার হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তাবৃন্দ।
অতিরিক্ত সচিব বলেন, এমন ভাবে কাজ করতে হবে যাতে ভবিষ্যতে এই স্থানে আর কখনো ভাঙ্গন সৃষ্টি না হয়। পাশাপাশি নদীর বিভিন্ন স্থানে যাতে ভবিষ্যতে ভাঙ্গন হতে না পারে সে ব্যাপারেও যথাযথ পদক্ষেপ নিতে তিনি সকলের প্রতি আহবান জানান।